নিজস্ব প্রতিবেদক: যশোর বিমানবন্দর বাইপাস সড়কে মোটরসাইকের দুর্ঘটনায় মাহমুদুল হাসান ইমন (২২) নামে একজন নিহত হয়েছেন। তিনি আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের মোহাম্মদ আজিমের ছেলে। এবং যশোর মডেল পলিকেটনিক ইনস্টিটিউটের ছাত্র।
স্থানীয়রা জানান, আজ শনিবার (২১মে) মাহমুদুল হাসান ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথকিভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে, নিহত ইমন মোটরসাইকেলে ছিলেন বলে স্থানীয়রা জানান।
জাগো/এমআই

