ভোটকেন্দ্রে পেশী শক্তির আধিপত্য থাকবেনা: নির্বাচন কমিশনার আহসান হাবিব

আরো পড়ুন

চৌগাছায় স্মার্ট পরিচয়পত্র উদ্বোধণী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার-
অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে আমরা সংকল্পবদ্ধ

জাহিদ হাসান সোহান, চৌগাছা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান বলেছেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। আমরা নিশ্চয়তা দিচ্ছি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পরিচয়পত্রের ত্রুটিগুলো সংশোধন করা হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন। পেশী শক্তির আধিপত্য থাকবেনা।

তিনি বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। আপনারা তথ্যগুলো সঠিক দিবেন। নির্ভুল তথ্যে জাতীয় পরিচয়পত্র তৈরি হলে সকলের জন্য মঙ্গল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে আমরা সংকল্পবদ্ধ। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে বলেন, যুদ্ধের সময় আপনাদের সাহসী ভূমিকা দেখেছি। ঘরবাড়ি ছেড়ে অসহায় শরণার্থীদের কষ্টগুলো দেখেছি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনারা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। বহু ত্যাগ ও যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা হচ্ছেন শ্রেষ্ঠ সন্তান। আপনারা আমাদের গর্ব।

বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, সাবেক জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, শাহিদুল ইসলাম, আতিয়ার রহমান, জিএম মোস্তফা, সিদ্দিকুর রহমান, আনিছুর রহমান ও রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আতাউর রহমান লাল, নূরুল কদর, মাসুদুল হাসান, হামিদ মল্লিক, এসএম মমিনুর রহমান, আবুল কাশেমসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন জনসাধারণের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ