সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আরো পড়ুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৮ মে) এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক। সম্রাটের পক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী।

বিচারিক আদালতের জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। হাইকোর্ট সম্রাটের জামিন বাতিল করে।

আদালত বলেছে, মেডিক্যাল রিপোর্ট দেখার আগেই মেডিক্যাল গ্রাউন্ডে তাকে জামিন দিয়েছে বিচারিক আদালত। এ বিবেচনায় তার জামিন বাতিল করা হয়েছে।

মেডিক্যাল রিপোর্ট আসার পর সেটি দেখে বিচারিক আদালতকে জামিন বিবেচনা করতে বলেছে হাইকোর্ট।

গত ১১ মে সকালে শুনানি শেষে সম্রাটকে জামিন দেন ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।

সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এগুলো হলো অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের করা মামলা। সব মামলাতেই তিনি জামিনে ছিলেন।

দুদকের মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ