ভাতের হোটেলে গাঁজার চাষ-বিক্রি

আরো পড়ুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জোসনা ভাতের হোটেলে খাবার বিক্রির পাশাপাশি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিক্রি করতেন মা ও দুই মেয়ে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তারা।

শনিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিরামপুর-হিলি সড়কের রেলঘুন্টি নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় হোটেলের পাশ থেকে ৩০০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ, ১১০ গ্রাম শুকনো গাঁজা ও ৩ হাজার একশ টাকা জব্দ করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মা জোসনা বেগম (৫০ এবং তার দুই মেয়ে বিউটি খাতুন (২১) ও সুইটি খাতুন (১৯)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, উপজেলার রেলঘুন্টি এলাকায় জোসনা ভাতের হোটেলে গাঁজার চাষের পাশাপাশি বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ মা ও দুই মেয়েকে গ্রেফতার করেছে।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ