যশোরে অভিযান চালিয়ে একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চোরাই ট্রাকটি বিক্রি করতে আসা চোরচক্রের সদস্য শাহিন বিশ্বাসকে আটক করা হয়েছে।
আটক শাহিন বিশ্বাস ঝালকাঠি জেলার নলসিটি থানার কুলকাঠি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শনিবার (১৪ মে) রাত সাড় ৯টার দিকে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে ফাহাদ স্টিল ফার্নিচারের সামনে থেকে চোরাই ট্রাক উদ্ধার ও শাহিন বিশ্বাসকে আটক করা হয়।
তিনি বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকায় বসবাস করে।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান বলেন, র্যাবের কাছে গোপন খবর ছিল। একটি চোরাই ট্রাক বিক্রয় উদ্দেশ্যে সুজলপুর গ্রামে আনা হয়েছে। সেখান থেকে হাত বদল হতে চলেছে। এসময় র্যাব অভিযান চালিয়ে চোরাই ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাকের সাথে থাকা চোর চক্রের সদস্য শাহিন বিশ্বাসকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।

