আগামী বছরের মার্চে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পযর্ন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রবিবার (১৬ মে) পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, যেদিন পদ্মাসেতু চালু হবে, সেদিন থেকেই ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু কিছু কারিগরি জটিলতার কারণে এটা সম্ভব হচ্ছে না। এখন আমরা পরিকল্পনা করেছি ২০২৩ সালের মার্চে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করার। আর ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রেলপথটি চালু হবে ২০২৪ সালের জুনে। এ সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৭ দশমিক ৫ শতাংশ বলে জানান মন্ত্রী।

