ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে যা বললেন জয়-লেখক

আরো পড়ুন

বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে গণমাধ্যমকে তারা এ তথ্য জানান।

তারা বলেন, সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মেলনের সিদ্ধান্ত হলে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ দেবেন সেদিন সম্মেলন হবে।

অনেকেই সম্মেলনের কথা বলছেন, এ ধরনের প্রচার সম্পর্কে তাদের অবস্থান জানতে চাইলে তারা বলেন, সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা অফিসিয়ালি বিবৃতি দেবো। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন অফিসিয়াল বিবৃতি দেয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেবো, সেসব কার্যক্রম শুরুর আগেই অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেবো।

সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তিনি যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

এটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে স্বার্থান্বেষী মহল ও তাদের কিছু পেইড সাংবাদিক, তারা এ কাজটা করছেন যোগ করেন তারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ