নিজস্ব প্রতিবেদক : সংগঠক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে প্রেস ক্লাব যশোরের জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরবৃন্দ ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাজী নাবিল আহমেদ এমপিকে সংবর্ধনা দেয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারে পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে যশোর ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামার মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শামীম এজাজ, ক্রীড়া সংগঠক আশরাফুল ইসলাম, ক্রীড়া সংগঠক ও প্রেস ক্লাব যশোরে সাধারণ সম্পাদক তৌদিুর রহমান ও ক্রীড়া সংগঠক মোস্তাক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন রোম, ওয়াজেদ আলী গাজী, আলমগীর সিদ্দিকী, খান মোহাম্মদ শফিক রতন প্রমুখ।

