ঝিনাইদহে সড়কে ঝরলো মাদরাসা শিক্ষক ও কলেজছাত্রের প্রাণ

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর নামকস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক গোলাম রহমান (৫০) ও কলেজছাত্র অংকন রহমান (১৭) জন নিহত হয়েছেন।

বুধবার (১১ মে) সকাল ১০ টা ও বিকাল ৪ টার দিকে একই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান আসাননগর এবিসিডি মাদরাসার শিক্ষক ও ব্রাহিমপুর গ্রামের বাসিন্দা। আর অংকন রহমান মহেশপুর গ্রামের ডাবলু জোয়ার্দ্দারের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে বাইসাইকেলযোগে মাদরাসায় যাওয়ার পথে আসাননগর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিক্ষক গোলাম রহমান মারা যান। অপরদিকে বুধবার বিকাল ৪টার সময় একই স্থানে মোটরসাইকেল আরোহী ও ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী অংকন রাস্তার ওপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদপুর পৌঁছালে কলেজ ছাত্র অংকন মারা যান।

এ ব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর তাদের কাছে রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ