সমুদ্রপাড়ের ছবিতে নতুন বার্তা দিলেন পরীমণি

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: শুটিং থেকে বিরতিতে আছেন অনেকদিন। মা হওয়ার সময়টাতে কোনো ঝুঁকি নিতে চান না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। স্বামী অভিনেতা শরিফুল রাজ ও নানাকে নিয়ে ঈদ কাটাতে গেছেন কক্সবাজার। সেখান থেকে পোস্ট করছেন নানা রকম ছবি।

বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশ যাপন পরী ও রাজ। তাই এ ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না। কক্সবাজার যাওয়ার পর থেকে প্রতিদিনই রোম্যান্টিক ছবি শেয়ার করছেন তারা। সঙ্গে জুড়ে দিচ্ছেন ভালোবাসা মাখানো শব্দমালা।

বুধবার (১১ মে) নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন চিত্রনায়িকা পরীমনি।

যেখানে দেখা যায়, সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দু’জনের গায়ে একই নকশার শার্ট। রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস। একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন।

সেখানে ক্যাপশনে পরীমনি জানিয়েছেন, জীবনে রাজকে পেয়ে ভাগ্যবান তিনি। কারণ রাজ একজন উপযুক্ত সঙ্গী। পরীমনি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’

কয়েক ঘণ্টায় পরীর এই পোস্টে ৯২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কোনো মন্তব্য নেই। কারণ কমেন্ট বক্স নায়িকা নিজেই বন্ধ রেখেছেন।

রাজ ও পরী বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে সেটা ছিল একান্ত গোপনে। তাই পারিবারিকভাবে গত জানুয়ারিতে ফের বিয়ে করেন তারা। এরপর জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনাও হয়। বর্তমানে পরীমনি অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে কক্সবাজারে বেবি বাম্পসহ ফটোশুট করেছেন পরী।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ