যশোরে সন্ত্রাসী হামলায় কিশোরের মৃত্যু

আরো পড়ুন

যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহত ইয়াসিন (১৫) মারা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় ২৫ দিন পর মারা গেলো সে।

মঙ্গলবার (১০ মে) বিকেলে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইয়াছিন। সে বেনাপোলের কাগমারি গ্রামের হাসানের ছেলে।

এর আগে ১৬ এপ্রিল সন্ত্রাসী হামলায় মারা যান ইয়াসিনের দাদা আ. লীগ নেতা মগর আলী। ১ মাসের ব্যবধানে একই পরিবারের দুইজনকে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকাবাসী সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ইতোমধ্যেই দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ