প্রতিমন্ত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ

আরো পড়ুন

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার অনুসারীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়, দোকান এবং চালাঘর ভাংচুরের অভিযোগ এনেছেন আব্দুল খালেক নামে এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (১০ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল খালেক যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য যশোর-৫ মণিরামপুর আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

লিখিত বক্তব্যে আব্দুল খালেক উল্লেখ করেন, তিনি নিজ বাড়ির পাশে ১৪ দশমিক ২৬ শতাংশ জমি ক্রয় করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। এছাড়া ওই জমিতে একটি দোকান ঘর ও দুটি চাল ঘর নির্মাণ করে ব্যবহার করছিলেন। গত ৭ মে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রসুলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় অংশ নেন। এসময় তার অনুসারী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও জামায়াত নেতা মাস্টার ইব্রাহিম হোসেনও মঞ্চে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর তাদের নেতৃত্বে ১৫/২০জন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। একইসাথে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি প্রতিমন্ত্রীকে জানালে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ওই রাতে মামলা দিলেও পুলিশ আইনগত কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ন্যায় বিচার পেতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

তবে অভিযোগের বিষয়টি মিথ্যা দাবি করে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, চালুয়াহাটি ইউনিয়নে আব্দুল খালেক নামে কোনো আওয়ামী লীগ নেতাকে আমি চিনি না। তাছাড়া ঈদের পর থেকে আমি কোনো সভা করেনি। গাড়িতে করে নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। গ্রুপিং রাজনীতিতে উদ্দেশ্যমূলক ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ