আগুনে পুড়ে প্রাণ গেলো ঘুমন্ত ভাই-বোনের

আরো পড়ুন

নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে নুরুন নাহার মাহি (৩)।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘর সংলগ্ন চুলায় ভাত রান্না করছিলেন মা গোলাপি বেগম। কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুর ঘাটে যান তিনি। পরে পুকুর ঘাট থেকে ফিরে তিনি নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে যায়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ