যশোরের ঝিকরগাছা এলাকায় ভ্যানচালক ইকরাম হত্যাকাণ্ডের ঘটনায় আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই মামলার প্রধান আসামি।
রবিবার (৮ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের রেজোয়ান হোসেনের রূপা ব্রিক্স নামের একটি ইটভাটা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই যাশোর।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর জেলা পিবিআইয়ের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা স্নেহাশিস দাশ জানান, গত বছরের ২০ জুলাই গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা তার বাসায় ভ্যান চুরি করতে যায়। এসময় ইকরাম বাঁধা দিলে তার হাত-পা বেঁধে তাকে ফাঁস দিয়ে হত্যা করে। পরে তার বাড়ির কাছে একটি কলা বাগানে ফেলে দিয়ে যায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় তার মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় এর আগে গত বছরের আগস্ট মাসে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেয়া জবানবন্দির ভিত্তিতে ইকরামের ভ্যানটি উদ্ধার করা হয়। কিন্তু মামলার প্রধান আসামি এতদিন পলাতক থাকলেও অবশেষে গ্রেফতার হলো।

