বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্রাকি এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ মে) সকাল ১০টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে,এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আলীমুজ্জামান বলেন, খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট আট্রাকি এলাকায় সড়কের পাশে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সকালে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমি নিজেই সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করি। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত আনুমানিক ৩৮ বছর বয়সের এ যুবকের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে এ যুবককে হত্যা না সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত কাজ চলমান রয়েছে।

