ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আজ শনিবার (৭মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ম্যাশ। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা। ফলে পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কয়েকদিন আগেও মাঠে ছিলেন মাশরাফি । সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে মাশরাফি খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। দলের অধিনায়কও ছিলেন তিনি। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রানার-আপ হয় মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ।

