বাসের ধাক্কায় মারা গেলেন ইবি শিক্ষার্থী

আরো পড়ুন

ইবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (০৭ মে) বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা গেছে, গত ১ মে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাচ্ছিল তাহসিব। এসময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে তার মাথার পিছনের হাড় ভেঙ্গে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। সেখানকার চিকিৎসকরা দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন।

পরে গত ৪মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হলে প্রথমদিনেই আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যায়। এসময় ভেন্টিলেটর দিলেও হৃৎস্পন্দন অনেক কম ছিল। পরে রাত আনুমানিক ৮ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহসিব হোসেন।

বিভাগীয় সভাপতি প্রফেসর ডক্টর ইয়াকুব আলী জানান, গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। শনিবার বাদ যোহর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আমি সভাপতি হওয়ার পর তিনজন শিক্ষার্থীকে হারিয়েছি। শিক্ষার্থী হারানো অনেক বেদনাদায়ক। তাহসিবের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বিভাগের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করবো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ