নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ককে ‘যুবদল নেতা’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেয়ায় এক সদস্যকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (৬ মে) ইউনিয়ন কমিটির আহবায়ক মহিদুর রহমান পলাশ স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত সদস্য রাজন হোসেন উত্তর দেউলী গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
শোকজ চিঠিতে আগামী তিন দিনের মধ্যে তথ্য-প্রমাণসহ উত্তর দিতে বলা হয়েছে। অন্যথায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৪ মে রাজন হোসেন নিজ ফেসবুক আইডি থেকে পরপর দুটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ‘যুবদল থেকে আজ যুবলীগ নেতা ০৭নং নাভারণ ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক (২) পদধারী।’
পরের পোস্টে তিনি বলেন, ‘বাপ বিএনপি, পরিবার বিএনপি, সেও বিএনপি, তাও আসল বিএনপি। এর সমাধান কি?’
যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সম্মতিক্রমে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইলিয়াস হোসেনের নির্দেশনায় রাজনকে এ শোকজ করা হয়েছে বলে পত্রে জানানো হয়।
জাগো/পিএ

