আরএন রোডে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আরো পড়ুন

যশোর শহরের আরএন মোড়ে সোহাগ পরিবহনের একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আল আমিন যশোর সদর উপজেলার কুয়াদা জামজামি গ্রামের বাসিন্দা। ওই মোটরসাইকেলে থাকা আরেকজন আহত তূর্য একই এলাকার বাসিন্দা।

শুক্রবার (৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে।

তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, হিরোগোন্ডা কালো রঙের একটি মোটরসাইকেলযোগে মণিহারের দিকে যাচ্ছিলেন দুইজন। মণিহার রোডের বস্তাপট্টি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। বাসের সামনের অংশ মোটরসাইকেলের ওপর উঠে যায়।

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডা. আল আমিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর অবস্থায় তুর্যকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । মোটরসাইকেল ও বাসটি জব্দ করে। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ