ঝিনাইদহে স্বামীর কুড়ালের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

আরো পড়ুন

ঝিনাইদহে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া খাতুন (২৩) নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) রাত ৮ টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ স্বামী বাবলুর রহমানকে (২৭) গ্রেফতার করছে। স্ত্রী হত্যাকারী বাবলুর রহমান (২৭) সেজিয়া গ্রামের বাসিন্দা।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাদক সেবন করে এসে বাবলু প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার রাত ৮টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

খবর পেয়ে দ্রুত মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী বাবলুর রহমানকে গ্রেফতার করে। নিহত জুলিয়া খাতুন তিন সন্তানের জননী।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ