সাতক্ষীরার উপকূলীয় এলাকা পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ডেনিশ রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটের দিকে সাতক্ষীরা উপকূলীয় তথা মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারের অবতরণ করেন। পরে শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির শিকার জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।

রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়া সাধারণ জনগোষ্ঠীর সাথে কথা বলা শেষে রাজকুমারী নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কিভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কিভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।পরে রাজকুমারী তার সফরসঙ্গীদের সাথে নিয়ে বেড়িবাঁধে যান এবং পায়ে হেটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সাথে কথা বলে কিভাবে তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ইত্যাদি বোঝার চেষ্টা করেন। পরে বিকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।

এবিষয়ে, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, রাজকুমারীর জন্য বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে এ অঞ্চল। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আগে থেকেই।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ