নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এক নম্বর আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রমনা বিভাগের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ শাহেন শাহ মাহমুদ বলেন, মকবুলকে জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্যই পেয়েছি। এসব তথ্য মামলার তদন্ত এগিয়ে নেয়ার জন্য আমাদের সাহায্য করবে।
যে দুটি দোকানের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এত বড় সংঘর্ষ ঘটে, সে দুইটিরই মালিক অ্যাডভোকেট মকবুল। সিটি করপোরেশন থেকে বরাদ্দ পাওয়া দোকান দুটি তিনি দুইভাইকে ভাড়ায় দিয়েছিলেন।
অস্ত্রধারী ১০ জন শনাক্ত, গ্রেফতার নেই
তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, পুলিশকে মকবুল বলেছেন, দোকান দুটির একটি আমার নিজের ভাই ও আরেকটি আমার চাচাতো ভাইয়ের কাছে ভাড়া দেয়া হয়েছে। সংঘর্ষ শুরুর পর আমি দোকানের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে আমার ভাইদের ফোন দিই। দোকান মালিক সমিতির নেতা, ব্যবসায়ী সমিতি ও আশপাশের দোকান মালিকদের ফোন দিই। কল রেকর্ড যাচাই-বাছাই করলেই সব জানা যাবে।
ডিএমপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, রিমান্ডে মকবুলকে জিজ্ঞাসাবাদ করেন রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ, রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মকবুলের উদ্দেশ্য সম্পর্কে এখনো ক্লিয়ার হতে পারিনি। তবে তার কার্যক্রমে ইটেনশন কী ছিল, বুঝার চেষ্টা করছি। ঘটনার শুরু থেকে তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন। তিনি গোপন বৈঠকেও বসেন বলে তথ্য পেয়েছি। কী উদ্দেশ্যে তিনি গোপন বৈঠকগুলো করেন, তা জানার চেষ্টা করছি।
মকবুল ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় সম্পর্কে এখনই আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে এ ঘটনায় তার উদ্দেশ্য কী ছিলো, তিনি রাজনৈতিক রূপ দিতে চেয়েছিলেন কি না তা জানার চেষ্টা করছি। এ ধরনের ঘটনায় অনেকেই সুযোগ নিতে চান এবং সুযোগের সদ্ব্যবহার করতে চান। তিনিও সেটি করেছেন, তবে তার উদ্দেশ্য কী ছিল তা জানার চেষ্টা করছি।
জিজ্ঞাসাবাদ করা আরেক কর্মকর্তা পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, তার উদ্দেশ্য পরিষ্কার হওয়ার জন্য আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত চলমান থাকাকালে এ বিষয়ে কিছু বলা যাবে না।
গত সোমবার রাত ও মঙ্গলবার নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুই জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে একটির এক নম্বর আসামি মকবুল।

