কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আরো পড়ুন

সাতক্ষীরায় কলেজছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করা ছাত্রলীগ নেতা সৈয়দ আকীবকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদ বরাবর সুপারিশ করা হয়।

সৈয়দ আকীব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, ছাত্রলীগের নেতা আকিবের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি আকিবের সাথে সেই সম্পর্ক ভেঙ্গে যায়। নতুন করে সম্পর্ক গড়ে উঠে শোয়েব আজিজ তন্ময় (২০) নামের একটি ছেলের সাথে। তন্ময় তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। সে চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছে।

বিষয়টি জানতে পেরে তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব রবিবার বিকালে নাহিদ হাসান উৎস্য নামের একটি ছেলের মাধ্যমে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে তন্ময়কে ধরে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে মারপিট, মাথা ন্যাড়া করে দেয়া ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে। এসময় তন্ময় এর মায়ের কাছে ফোন করে ছেলেকে মারপিটের চিৎকার শোনায় তারা। পরে তন্ময় এর চাচাতো ভাই গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে।

এঘটনায় তন্ময় এর বাবা শেখ আজিজুর রহমান বাদি হয়ে সোমবার তালা থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে সোমবার (২৫ এপ্রিল) রাতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সৈয়দ আকীবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদকে সুপারিশও করা হয়েছে ওই পত্রে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ