কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল জালাল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. কাজী নাজিব হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এসময় ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি স্যালোমেশিন এবং মালিকানা বিহীন দুইটি এক্সকেভেটর মেশিন এবং প্রায় ১,৪২,৭৬০ সি এফ টি অবৈধভাবে উত্তোলনকৃত স্তুপ আকারে রাখা বালু জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. কাজী নাজিব হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রিদেয়াড়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়।

নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বহিরামপুর গ্রামের আব্দুল কাদের খানের ছেলে আব্দুল জালাল কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি স্যালোমেশিন এবং মালিকানা বিহীন দুইটি এক্সকেভেটর মেশিন এবং প্রায় ১,৪২,৭৬০ সি এফ টি অবৈধভাবে উত্তোলনকৃত স্তুপ আকারে রাখা বালু জব্দ করা হয়।

এসময় স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে জব্দকৃত মালামালসমূহ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জিম্মায় দেয়া হয়। জব্দকৃত মালিকানা বিহীন দুইটি এক্সকেভেটর মেশিন উপযুক্ত মালিককে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে ফেরত দেয়ার জন্য জিম্মাদার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।

তিনি আরো জানান, জব্দকৃত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত স্যালোমেশিন ও জব্দকৃত বালি মাগুরা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে আগামী দশ দিনের মধ্যে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করার নির্দেশনা দেয়া হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আব্দুল জালাল অপরাধের দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেয়া হয়। মোবাইল কোর্টের পেশকার রমজান আলী বিশ্বাস জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে আদায় করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ