সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে পিকআপ হেলাপারসহ আরো দুই জন।
সোমবার (১৮ এপ্রিল) সকালে মহাসড়কের কুমিরা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার রুদাঘাটা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আহসানউল্লাহ (৩৫) ও আগরদাড়ী গ্রামের কোমরউদ্দীনের ছেলে লাল্টু (৩০)। তবে আহতের নাম পরিচয় মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বালু ভর্তি ট্রাকের সাথে কুমিরা বাজার এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় পিকআপটি খাদে পড়ে ঘটনাস্থল হেলপারসহ চারজন গুরুতর আহত হয়। পরবর্তীতে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন আহসানউল্লাহর অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে আঠারমাইল এলাকায় তার মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় লাল্টু নামে এক যুবক মারা গেছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
ডুমুরিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে থানায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে ।

