স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :  যশোরের অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে আসামি গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারে ছেলে।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। আসামি আব্দুল্লাহ ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে নিজ ঘরের ভেতর স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদি হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।’

তিনি আরো বলেন, ‘হত্যাকাণ্ডের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।’

প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, এস আই অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম, যশোর সাইবার ক্রাইমের এএসআই আব্দুল মতিন প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ