নিজস্ব প্রতিবেদক: যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ৭ নং ওয়ার্ড কর্মী সভা শেষে মনিরুল আহসান ইভেনকে আহবায়ক ও হোসাইন আহম্মেদ অনিকে যুগ্ম-আহবায়ক (১) করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ।
অন্যদিকে আরও যুগ্ম-আহবায়ক করা হয়েছে শহিদুল তালুকদার, শরিফুল ইসলাম, কাজী রোশান, আরিফুল হোসেন ও অমিত হাসান করিম।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শহর স্বেচ্ছাসেবক লীগের ৭ নং ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম-আহবায়কবৃন্দ।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু নেতার্মীদের উদ্দেশ্য বলেন, শহর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির কাছে আশা থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ তথা জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার। সব সময় মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান।

উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, সদস্য কামরুজ্জামান কামরুল, মামুনুর রশিদ, সেলিম হোসেন, জুয়েল খান, ফারুক হোসেন, মহিবুল হাসান ইমন, আজমাইনুল ইসলাম, সামসুর রহমান, জুবায়ের হোসেন পান্না, কাজী রোনা, আব্দুর রহমান বাবু, গোলাম কিবরিয়া।

