ঢাকার কুড়িলে ৩০০ ফিট সড়কের পাশে শনিবার (১৬ এপ্রিল) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলখেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির হোসেন বলেন, সড়কের পাশে মরদেহের মাথা মাটিচাপা দেয়া ছিলো। তার বয়স আনুমানিক ২৮-৩০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরো বলেন, মরদেহটি যখন উদ্ধার করা হয় তার ৫-৭ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের সূত্র খুঁজে বের করতে আশপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

