পাকিস্তান-আফগান সীমান্তে আবারো পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার পাকিস্তানের খাইবার-পাখতুন এলাকার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সন্ত্রাসী হামলায় দেশটির ৭ সেনাসদস্য নিহত হয়েছেন।
হামলা শুরু হলে পাকিস্তানি সেনারাও হামলাকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন।
আইএসপিআর জানিয়েছে, সেনাদের গুলিতে ৪ হামলাকারী নিহত হয়েছেন।
পাকিস্তানের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার ঘটনায় নিহত সৈনিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, আমরা সন্ত্রাসবাদকে পরাজিত করতে থাকবো এবং আমাদের ভূমিকে রক্ষা করবো।

