রুহুল আমিন, যবিপ্রবি: ভৌত বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক-২০২১ পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাভেদ হোসেন খান।
মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্পাদক ড. হাসেম খান কতৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে ড. জাভেদ হোসেন খানকে উষ্ণ অভ্যর্থনাও জানান তিনি।
উল্লেখ্য, ড. জাভেদ হোসেন খান সম্প্রতি বিশেষ গবেষণার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি-২০২১) স্বর্ণপদকও পান।

