কোটচাঁদপুরে বাসস্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেলো দুইজনের

আরো পড়ুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জীবন হোসেন (২০) ও আক্তার হোসেন (২১)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দনী জানান, সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন কয়েকজন শ্রমিক। এসময় শ্রমিকদের অপরপক্ষ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জীবন ও যশোর নেয়ার পথে আক্তার হোসেন মারা যান। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ