বজ্রপাতে পিতা-পুত্রসহ নিহত ৫

আরো পড়ুন

হবিগঞ্জের বানিয়াচং ও সুনামগঞ্জের শাল্লায় মৌসুমের প্রথম বজ্রপাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে বানিয়াচংয়ে স্কুলছাত্রসহ ৩, শাল্লায় পিতা-পুত্র রয়েছে।

বুধবার সকালে বজ্রপাতে তারা নিহত হন।

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো আলমগীর মিয়া (২৬), হোসাইন (১২) ও ঝুমা বেগম (১৩)।

জানা যায়, সকালে বানিয়াচংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায় হোসাইন (১২) নামের এক শিশু। সে ৩নং ইউনিয়নের তাতারী মমল্লার আক্কেল আলীর ছেলে। একই সময়ে বাড়ির আঙ্গিনায় থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা বেগম (১৩) নামে অপর এক শিশু।

সে ৩নং ইউনিয়নের জাতিকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমান এর মেয়ে। একই সময়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যান ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মকবুল মিয়া (৪৫) ও তার ছেলে মাসুদ মিয়া (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শাল্লা সদর উপজেলার নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে বের হন বাবা ও ছেলে। পরে হঠাৎ প্রচ- ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ