বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি বিকাশ এজেন্ট দোকান থেকে টাকা পাঠাতে গিয়ে জাল টাকাসহ নড়াইলের ফোরকান আলী (৩৫) নামের এক যুবক আটক হয়েছে।
তার নিকট থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে থানা পুলিশ তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
আটককৃত ফোরকান আলী মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ খাশিয়াল গ্রামের বাসিন্দা।
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী রাসেল শেখের দোকান থেকে স্ত্রীর কাছে ৩৫ হাজার টাকা পাঠাতে যান ফোরকান আলী মোল্লা। সেখানে ফোরকান আলী মোল্লা দোকানদারকে এক হাজার ও পাচশ টাকার নোটের ৩৫ হাজার টাকার জাল নোট প্রদান করেন। পরে দোকানদার জাল নোট বুঝতে পেরে এলাকাবাসীকে ডেকে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ ফোরকান আলী মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। বুধবার সকালে জব্দকৃত জাল টাকাসহ ফোরকান আলীকে আদালতে চালান করা হয়েছে।

