জামিন পেলেন ইশরাক হোসেন

আরো পড়ুন

২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাংচুরের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেন জামিন পেয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

ইশরাকের পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ, নুরুল ইসলাম জাহিদ, কে এম খায়রুল কবির, তরিক উল্লাহ, আকাশসহ আরো অনেকেই।

আইনজীবীরা বলেন, ইশরাকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। যেদিন এই মামলার হাজিরার তারিখ ধার্য ছিল ওই দিন তিনি দেশের বাইরে ছিলেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এছাড়াও ইশরাকের বাবা একজন বীরমুক্তিযোদ্ধা। ইশরাকও উচ্চশক্ষিত এবং মেয়র পদপ্রার্থী ছিলেন। সব দিক বিবেচনা করে জামিনের আবেদন করা হয়।

এর আগে, গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। ওইদিন বিকেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ