নামাজ পড়তে যাওয়ার পথে ঝিনাইদহে স্কুলশিক্ষকের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তারাবির নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস আলী নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার কন্যাদাহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের বাসিন্দা ও কন্যাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি বাইসাইকেলযোগে তারাবির নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথেই একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ