চৌগাছার টেঙ্গুরপুরে দুইভাইকে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেফতার

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুরে তুচ্ছ ঘটনায় আপন দুইভাইকে হত্যা মামলার এজহারভুক্ত আসামি বিল্লাল হোসেন খান (৪৫) ও তার স্ত্রী রুপালী বেগমকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

রবিবার গভীর রাতে যশোরের বাঘারপাড়া ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাদের আটক করে র‌্যাব।

পরে সোমবার দুপুরে তাদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

এরআগে ৭ এপ্রিল ঘটনার দিনই অপর দুই আসামি বিল্লালের সহোদর বিপুল খান ও মুকুল খানকে গ্রেফতার করে পুলিশ।

এজহারভুক্ত আসামি স্বামী-স্ত্রীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

তিনি বলেন, এনিয়ে মামলার এজহারভুক্ত চার আসামি গ্রেফতার হলো।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে একই গ্রামের তিন সহোদর বিল্লাল খান, মুকল খান, বিপুল খান ও বিল্লালের স্ত্রী রুপালীরা চাপাতি, হাসুয়া ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করে উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আয়ুব হোসেন খান (৬৫) ও তার সহোদর ইউনুস আলী খানকে (৫৫)।

এ ঘটনায় আয়ুব হোসেনের ছেলে আসাদুজ্জামান খান গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। বিল্লাল, বিপুল ও মুকুলরা নিহত আয়ুব ও ইউনুছদের ক্ষেত ও কাঠগোলায় কাজ করতো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ