ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কয়েকটি গ্রামের বাড়িঘর ঝড়ে লণ্ডভণ্ড হয়। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সকালে ভলাকুট, কঠুই, খাগালিয়া ও বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএনও মেহেদী হাসান জানান, ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সকাল হঠাৎ চতুর্দিক অন্ধকার হয়ে যায়। কিছু সময় পরই হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের সময় বেশিক্ষণ স্থায়ী না হলেও এই সময়ের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় উপজেলার অনেক বাড়িঘর। ঝড়ের সময় প্রচুর বৃষ্টিও হয়। ঝড় থেমে যাওয়ার পরও কিছু সময় বৃষ্টি পড়ে।

ভলাকুট গ্রামের কয়েকজন জানান, ঝড়ে তাদের গ্রামের কয়েকটি বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। কারও টিনের ঘরের চাল উড়িয়ে নিচে পড়েছে। গাছপালা উপড়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ