নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ ভুয়া নথিপত্র জব্দ করা হয়।
সোমবার রাতে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে এলিট ফোর্সটি।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারে জড়িত চক্রটিকে ধরতে রাত থেকে কক্সবাজার ও চট্টগ্রামে অভিযান চালানো হয়। ভোরে তাদের কয়েকটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ আটক করা হয়।

