না ফেরার দেশে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম

আরো পড়ুন

সাতক্ষীরা: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক সংসদ ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বীরমুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলাম (৭৫)।

তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কলারোয়া উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা আ.লীগের সহসভাপতি ছিলেন।

দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগসহ নানা জটিলায় ভুগছিলেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান, জেলা আ.লীগের সভাপতি ফজলুর হক, কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, তালা উপজেলা আ.লীগ সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে কলারোয়া ফুটবল ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ