ইসির সংলাপে সাড়া দেননি ১১ সাংবাদিক

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফা সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১১ জনই আমন্ত্রণে সাড়া দেননি৷

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে এ বৈঠক শুরু হয়।

বিগত মাসেও শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় বৈঠক করে ইসি।

৩৪ জনের মধ্যে যে ২৩ জন আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তারা হলেন আনিসুল হক, সোহরাব হাসান, অজয় দাশগুপ্ত, দুলাল আহমেদ, হাশেম রেজা, ইনাম আহমেদ চৌধুরী, বিভুরঞ্জন সরকার, শাহজাহান সরদার, তাসমিমা হোসেন, ইকবাল সোবহান চৌধুরী, কাজী আব্দুল হান্নান, মাহবুব কামাল, কে এম বেলায়েত হোসেন, সাইফুল আলম, শেখ নজরুল ইসলাম, ড. গোলাম রহমান, ফরিদা ইয়াসমিন, আলমগীর মহিউদ্দিন, শ্যামল দত্ত, সৈয়দ আশফাকুল হক, নূরুল কবীর, আবু সাঈদ খান ও মোজাম্মেল হোসেন।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এর আগে ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলো। তাতে ১৭ জনই সাড়া দেননি।

দ্বিতীয় দফার সংলাপে ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও পরে একজনকে তালিকা থেকে বাদ দেয়া হয়। ওই পর্যায়ে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ