কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আরো পড়ুন

কুষ্টিয়া: জেলার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলি বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলি বিশ্বাসের লোকজন ও ফজলু মন্ডলের লোকজনের মধ্যে কলাগাছ কাটা ও পানের বরজ নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে কেরামতের লোকজন ফজলু মন্ডলের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে আস্তানগর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ