যশোরে কলার বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের হানা, জরিমানা

আরো পড়ুন

যশোর: কলার বাজারের বেপরোয়া দামের লাগাম টেনে ধরার তৎপরতা শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।

ইফতার-সেহেরির চিরায়ত জনপ্রিয় ফল কলা এবারের রমজানে রীতিমতো নাভিশ্বাস ছুটিয়ে দিয়েছে ক্রেতাদের। লাগামহীন দামের ফলটিতে ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার (৫ এপ্রিল) কলার আড়তে অভিযান চালানো হয়েছে।

যশোর শহরের রেলবাজার এলাকার মহিউদ্দিনের কলার আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ২ হাজার টাকা। ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে কলা বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

কলার আড়ত ছাড়াও অপর ৪টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের জন্য গুনতে হয়েছে জরিমানা। ৫টি প্রতিষ্ঠানের মোট জরিমানা ১৪ হাজার টাকা। একই বাজারের আয়েশা এন্টারপ্রাইজ, মনিরুল স্টোর ও মাসুদ রানা স্টোর মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা দিয়েছে ৭ হাজার টাকা।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বেকারি খাবারে ক্ষতিকর দ্রব্য (স্যাকারিন) মিশ্রণের অপরাধে যশোর মধুবন বেকারিকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।

তদারকিকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ সঠিক নিয়ম মেনে এবং যৌক্তিক লাভে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযানটি পরিচালনা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ