নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি খালের চর থেকে হালিম সরদার (৪২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে খালের চর থেকে অচেতন অবস্থায় হালিম সরদারকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলা সদরের বারুইখালি গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে হালিম সরদারকে সকাল ৯টার দিকে কাদামাটি মাখা অবস্থায় তার স্বজন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
তার ভাই মিলন সরদার বলেন, হালিম সরদার এদিন খুব ভোরে খালে চরপাটা দিয়ে মাছ ধরতে যায়। সকাল ৯টার দিকে খাদ্যগুদাম সংলগ্ন খালের চরে পড়ে আছে এমন খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, হাসপাতালে লাশের সুরতহাল করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

