ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে না। আগামী ১৬ মের মধ্যে এই নির্বাচনে ভোটগ্রহণের আইনি বাধ্যবাধকতা থাকলেও আগামী ২০ জুনের মধ্যে এই নির্বাচন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার বলেছেন, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার সংবাদ সম্মেলনে জানান, এ মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন ও আটকে থাকা পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একটি রিট ও একটি আদালত অবমাননার মামলা বিচারাধীন ছিল। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম। তারা গতকাল (৪ এপ্রিল) কমিশনকে জানিয়েছে, মূল মামলাটি মীমাংসা হয়ে গেছে। এখন আর কোনো আইনি জটিলতা নেই।
মেয়াদের মধ্যে নির্বাচন না অনুষ্ঠিত হলে আইনের ব্যত্যয় ঘটবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলে কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিতে পারবে।
উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ইসি সচিব।

