সাতক্ষীরা: নাশকতার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা থেকে এক নারী সদস্যসহ জামায়াত ইসলামের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার ইসলাম কাটি ইউনিয়নের জৈনেক আমজাদ হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা জামায়াত আমীর মাওলানা মফিউদ্দীন, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, কর্মপরিষদ সদস্য শেখ নুরুল ইসলাম, মোশারফ হোসেন, আজহারুল ইসলাম এবং নারী সদস্য রেবেকা পারভীন।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নাশকতার অভিযোগ জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

