চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ শিশুর মরদেহ সদর হাসপাতাল মর্গে রখেছে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু খাদিজা খাতুন (৩) আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা গ্রামের পশ্চিমপাড়ার শাহিন আলির শিশু কন্যা।
জানা যায়, বুধবার সন্ধ্যায় খাদিজা খাতুন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পাকা রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

