শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ি মোড় নামকস্থানে আবু শামা (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু শামা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।
জানা গেছে, নিহত আবু শামা সন্ধ্যার দিকে বাজারে আশার পথে পিছন থেকে দ্রুত গতিতে আসা প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার ওসি মন্জুরুল ইসলাম জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদটা জানতে পারি। প্রাইভেটকার আটকের অভিযান চলছে।

