যশোর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এর প্রধান কারিগর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে, দূরদর্শী চিন্তা ও কর্ম পরিকল্পনায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ বুধবার (৩০ মার্চ) টাউন হল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এসব কথা বলেন।

নির্মল রঞ্জন গুহ আরো বলেন, শেখ হাসিনা যাকে দায়িত্ব দিবে তাকে নেতা হিসেবে মানতে হবে। দলের মধ্যে বিভাজন করা যাবে না। আমাদের দলের মধ্যে আমাদের কোনো শত্রু নেই। আমাদের শত্রু স্বাধীনতা বিরোধীরা। কারো বিরুদ্ধে কথা বলতে হলে তাদের নিয়ে বলেন। দলের ভিতরে বিভাজন করে কারো বিরুদ্ধে কথা বলবেন না।

তিনি বলেন, যশোর জেলা হচ্ছে আওয়ামী লীগের ঘাটি। বিএনপির সময়েও এখানে নৌকার বিজয় হয়েছে। আর এই জেলায় আমরা নিজেদের দলের মধ্যে বিভাজন দেখতে চায় না। শপথ নিতে হবে নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলবো না। নিজেদের দলের মধ্যে সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আর আমরা ঐক্যবদ্ধ দল দেখতে চাই।

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজামান মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
তিনি বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। করোনা মহামারিতে পুরো বিশ্বে যখন হিমশিম অবস্থা, তখন প্রধানমন্ত্রী দূরদর্শিতায় বাংলাদেশ মহামারি মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, সহ সভাপতি একেএম খয়রাত হোসন, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল পাঠাগার ও আর্কাইভ বিষয়ক সম্পাদক এমএ হান্নান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও সাংগঠনিক সম্পাদক ইমামুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য তৌহিদুর রহমান, সাইদুর রহমান, জেলা সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, অভয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম খান, সদর উপজেলার সভাপতি মফিজুর রহমান ডাবলু, যশোর শহর কমিটির আহবায়ক এসএম মাহমুদুল হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ দাস, শহর শাখার যুগ্ম আহবায়ক শাহজাদ নেওয়াজ, বেনাপোল পৌর কমিটির সভাপতি জুলফিকার আলী মন্টু, ঝিকরগাছা উপজেলার আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের শহর শাখার যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সোহাগ ও শেখ মো: ইব্রাহিমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে তালতলা মোড় থেকে আলোচনা সভাস্থলে পৌঁছান।

