চুয়াডাঙ্গায় কনে দেখতে যেয়ে ধরা পড়লো ভুয়া এসআই

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় পুলিশের ভুয়া উপপরিদর্শক পরিচয়ে বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা পড়েছে সোহেল রানা (২৪) নামের এক যুবক।

মঙ্গলবার (২৯মার্চ) রাত ১১টার দিকে শহরের শেখপাড়া থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এসআই পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে যায় সোহেল রানা। এসময় সোহেল রানার কথা বার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোরের মণিরামপুর থানায় কর্মরত আছে বলে পরিচয় দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে ওই নামে পুলিশের কোনো এসআই নেই বলে জানানো হয়। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে জানানো হলে পুলিশ সোহেলকে আটক করে। তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে এ ঘটনায় প্রতারণার মামলা করেন চুয়াডাঙ্গা শেখ পাড়ার জহুরুল ইসলাম।

সোহেল কয়েকদিন আগে ঝিনাইদহ থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে আসে। তার বিরুদ্ধে পৃথক একটি চুরির মামলাও দায়ের করেছে পুলিশ।

এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রানাকে গ্রেফতার করা হয়েছিলো।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ