যশোর: রাত পোহালেই (বুধবার, ৩০ মার্চ) যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। আর সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। শেষ সময়ে চলছে যশোর টাউনহল মাঠের প্রস্তুতির কাজ। আর এই সমাবেশে উপস্থিত হবে একঝাক কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
এছাড়াও সহ সভাপতি নির্মল চ্যাটার্জি, কৃষিবিদ আব্দুস সালাম, সৈয়দ নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক এম এ হান্নান প্রমুখ।
এছাড়া সন্ধ্যার সময় আতসবাজি ফুটানো হবে। পরে সাংস্কৃতি সন্ধ্যা আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবে।

